বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গাছের ডাল পড়ে সিদরাতুল মুনতাহা নামে তিন বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সদর ইউপি ৮ নং ওয়ার্ড মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনতাহা জোরারগঞ্জ ইউনিয়নের মামফকির আস্তানা এলাকার হাসমত আলী ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার একমাত্র কন্যা শিশু।
আনোয়ার হোসেন জোরারগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। বাড়ির উঠানে অবস্থানরত শিশু মুনতাহার মাথায় গাছের ডাল ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ
স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু জানান, ব্যবসায়ী আনোয়ার হোসেনের এক ছেলে এক মেয়ে। অসাবধানতা বশত ঝড়ের সময় ঘরের বাইরে থাকায় গাছের ডাল পড়ে তার একমাত্র কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এতে আমরা মর্মাহত।
বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম