16 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দেয়াল

বিএনএ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে দেয়াল চাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, নিহতদের মধ্যে এক ছেলে, দুই মেয়ে ও তাদের মা রয়েছেন ৷

নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, মাটির দেয়াল চাপায় চারজন মারা গেছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ