বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলের ব্যবধানে হারালো আর্জেন্টিনা। বুধবার আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম থেকে একের পর এক আক্রমণ করতে থাকে আলবিসেলেস্তেরা। প্রথম গোলের দেখা মেলে খেলার ১৭ মিনিট। মেসির অ্যাসিস্টে আরব আমিরাতের জালে প্রথম বল জড়ান কাতার বিশ্বেকাপের নাম্বার নাইন জুলিয়ান আলভারেজ।
ম্যাচের ২৫তম মিনিটে দলের হয়ে এঞ্জেল ডি মারিয়া করেন দ্বিতীয় গোলটি। নিজের প্রথম গোল পেয়ে আরো বিধ্বংসী হয়ে উঠেন জুভেন্টাস তারকা ডি মারিয়া। প্রথামার্ধের ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কোপা আমেরিকা ফাইনালের একমাত্র গোলদাতা।
নিজে দুটি গোল করার পর একটি গোলের সহায়তা করেন ডি মারিয়া। ওয়ান টু ওয়ানে ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে মেসির ডান পায়ের দারুণ এক শটে ব্যবধান ৪-০ করেন মেসি।
প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার কমায়। একের পর এক ফুটবলার পরিবর্তন করেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের প্রথম হাফে জোড়া গোল করা এঞ্জেল ডি মারিয়াকে দ্বিতীয়ার্ধের মাঠেই নামাননি কোচ। মাত্র পাঁচ মিনিটেই কয়েকটি পরিবর্তন আনেন স্কালোনি।
৬০ মিনিটে রদ্রিগো ডি পল দুর্দান্তভাবে বল কাটিয়ে ঢুকেন প্রতিপক্ষের ডি বক্সে। সেখান থেকে জোয়াকুইন কোরেয়ার দিকে বল বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে ব্যবধান হয় ৫-০!
শেষ পর্যন্ত ৫-০ তে খেলা শেষ হয়।
বিএনএনিউজ/এইচ.এম।