25 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইয়াবাসহ গ্রেপ্তার চট্টগ্রামের পুলিশ কনস্টেবল

ইয়াবাসহ গ্রেপ্তার চট্টগ্রামের পুলিশ কনস্টেবল

ইয়াবাসহ গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: ১৪ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে কুমিল্লার জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ( ১৫ নভেম্বর) দুপুরে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম আজমীর হোসেন। আজমীর হোসেন সিএমপির বাকলিয়া থানার বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার কলিগাতি গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে। একটি রেজিস্ট্রেশনবিহীন বাইকযোগে তিনি ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

সিএমপির বাকলিয়া থানার ওসি রাশেদ রাশেদুল হক বলেন, কনস্টেবল আজমীর হোসেন সোমবার সকাল ৬টা পর্যন্ত বলিরহাট ফাঁড়িতে কর্মরত ছিলেন। পরে রেস্ট নেওয়ার কথা বলে ব্যারেকে গেলেও তা করেননি। বিকেলে জানতে পারি তিনি কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় ১৪ হাজার পিস ইয়াবাসহ ধরা পড়েন তিনি। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার দায় বাহিনী নেবে না। এই কনস্টেবলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ