25 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » এমপিওভুক্ত হলো ৯০ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হলো ৯০ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হলো ৯০ শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনএ, ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ৯০টি স্কুল-কলেজ এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার কারণে সংশ্লিষ্ট শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশগ্রহণ (এমপিও) করতে পারবেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগ থেকে পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য সঠিকভাবে যাচাই করে এমপিওভুক্তির আদেশ কার্যকর করা হবে।

যেসব তথ্যের ওপর ভিত্তি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়েছে, তা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির সুযোগ পাবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।

আরও পড়ুন: শারদীয় দূর্গাপূজা: কক্সবাজারের ১৫১ মন্ডপে ৩০২০ স্বেচ্ছাসেবক ও সিসিটিভি

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীদের যোগ্যতা নিয়োগকালীন বিধি-বিধান মোতাবেক প্রযোজ্য হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ