বিএনএ, ফেনী: ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনীর ছাগলনাইয়ার একদল শিক্ষার্থী।মঙ্গলবার(১৭ অক্টোবর) দুপুরে দুপুরে ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, , ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থী মো:রাজুর সভাপতিত্বে ও আলী আক্কাসের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, শিক্ষার্থী বায়জীদ হাসান,ফাহিম,রাজিন, আসিফ ও বেলাল হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন, ওজি