32 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে মাদক মামলার আসামি নিহত

কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের গুলিতে মাদক মামলার আসামি নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় দুর্বৃত্তের গুলিতে রমজান ওরফে পেট কাটা রমজান (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবার নাম মৃত আব্দুর রশিদ। কামরাঙ্গীরচরের মুসলিমবাগে ৭ নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) রাধারমন ভৌমিক বলেন, রাত আনুমানিক তিনটার দিকে কয়েকজন লোক জানায় এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তখন আমরা মুসলিমবাগ লবণ ফ্যাক্টরি এলাকায় ডিউটি করছিলাম। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে জানতে পারি তার নাম রমজান ওরফে পেটকাটা রমজান। তার বুকে গুলির চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে ধারণা করছি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার, রমজানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।

বিএনএ নিউজ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আনন্দ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়া ব‍্যক্তি শনাক্ত পহেলা বৈশাখে চট্টগ্রামের ব‌ন্দিরাও পাবেন পান্তা ই‌লিশ বুকে ব্যথা নিয়ে চমেক হাসপাতালে নদভী গাজায় গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীতে হাওলা দরবারের সমাবেশ জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত চট্টগ্রাম বারের নির্বাচন নিয়ে বিতর্ক: এডহক কমিটির সদস্যের পদত্যাগ বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহাল শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ৭ দিনের রিমান্ড, আ‌রও আট মামলায় গ্রেফতার চৈত্র সংক্রান্তি: বাংলা বছরের বিদায়ী দিনে শিরীষতলায় বর্ষ বিদায়ের আয়োজন আনোয়ারায় বিদ্যুৎ বন্ধ করে নারী-পুরুষের ওপর হামলা, থানায় মামলা