28 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » ইয়েমেনে সৌদি জোটের হামলা, ১৬০ হুথি নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলা, ১৬০ হুথি নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলা, ১৬০ হুথি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি সামরিক জোটের বিমান হামলায় দেশটির হুথির অন্তত ১৬০ সদস্য নিহত হয়েছেন।শনিবার(১৬ অক্টোবর) সৌদি জোট নতুন করে আরও ১৬০ হুথিকে হত্যার দাবি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ। হামলায় হুথিদের ১১টি সামরিক যানও ধ্বংস হয়েছে।দুদিন আগেই আবদিয়া জেলায় ১৩৪ হুথিকে হত্যার দাবি করেছিল সৌদি জোট।

এদিকে শনিবার সকালে সৌদি আরবের জাজান এলাকা লক্ষ্য করে ড্রোন ছুড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। কিন্তু সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ছোড়া ড্রোনটিকে আকাশেই ধ্বংস করে দেয়।

বেশ কিছু দিন ধরে ইয়েমেনের এই প্রদেশে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহে মারিবে সৌদি জোটের বিমান হামলায় ৪০০ জনের বেশি হুথি সদস্যের প্রাণহানি ঘটে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ