বিএনএ ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওয়ানতে সিরিজের প্রথমটিতে আজ পাকিস্তানের মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। এরপর শেষ ম্যাচটি হবে ২১ সেপ্টেম্বর।
একদিনের ম্যাচ শেষে গাদ্দাফি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম তিনটি ম্যাচ ২৫, ২৬, ২৯, সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ অক্টোবর।
প্রায় দুই দশক পর পাকিস্তানে কোনো সিরিজ খেলতে মাঠে নামছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে পাকিস্তানে সিরিজ খেলেছিল তারা। দীর্ঘদিন পর আবার পাকিস্তান-নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে কিউইদের বেশকিছু তারকা ক্রিকেটার এ সিরিজে নেই। ইনজুরির কারণে টম ব্লান্ডেল না থাকায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন টম লাথাম। ওডিআই অভিষেক হচ্ছে ফিন অ্যালেনের।
হোম ভেন্যুতে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দলের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চিত পাকিস্তানের ক্রিকেটাররা। বাংলাদেশে স্পিন সহায়ক উইকেটে বিপাকে পড়া কিউইদের স্পিন দিয়েই ঘায়েল করতে চায় স্বাগতিকরা। এ সিরিজে ভালো করতে আশাবাদী স্পিনার ইফতিখার আহমেদ। ডিআরএস না থাকায় সিরিজটি ওডিআই সুপার লিগের অংশ নয়।
বিএনএনিউজ/আরকেসি