26 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত ৪১

চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত ৪১

১৯ মাস পর করোনাশূন্য চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম : তিন মাস পর চট্টগ্রামে করোনায় মৃত্যুহীন দিনের দেখা পেলো। গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪১ জনের। এসময়ে কেউ মৃত্যুবরণ করেনি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১২টি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ১ হাজার ৫১৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জনের।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনকে করোনার জীবাণুবাহক হিসেবে শনাক্ত করা হয়েছে। বিআইটিআইডিতে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
এ পর্যন্ত মহানগরে ৭৩ হাজার ৩২৮ জন এবং উপজেলায় ২৭ হাজার ৮৪৪ জন সহ মোট ১ লাখ ১ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নগরে ৭০৬ জন এবং উপজেলায় ৫৭৩ জন সহ মোট ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ