19 C
আবহাওয়া
১:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

হাতিয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

বিএনএ নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে হাসান নামে এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)  রাতে উপজেলার নিঝুম দ্বীপের কাছাকাছি মেঘনা নদী থেকে তাকে আটক করা হয়। সে সময় ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীসংলগ্ন নিঝুম দ্বীপের সিডিএসপি বাজার এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। সে সময়  কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল কয়েকটি গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় কোস্টগার্ডওপাঁচটি গুলি ছোঁড়ে এবং ডাকাতদলটিকে ধাওয়া করে। পরে হাসান নামে এক ডাকাতকে আটক করা হয়। গোলাগুলির সময় কোনো হতাহতের ঘটনা না হলেও ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আটক হাসান নদী এলাকার একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পরে অস্ত্রসহ আটক হাসানকে হাতিয়া থানায় পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ