26 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী। নিহতরা সবাই ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানিতে কর্মরত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কম্পানির স্টাফ মোজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত হোসেন (৪০) এবং গাড়ির চালক তারেক হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার মাধাইয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়িটিতে চালকসহ চারজন ছিলেন। মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনের মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন মারা যান। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কম্পানি কুমিল্লার ডিএমডি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, গাড়ির ভেতরে চালক ও তার স্ত্রী এবং কম্পানির দুজন স্টাফ ছিলেন। তারা কম্পানির কাজে কক্সবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে। গাড়ির ভেতরে থাকা চালক তারেকের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম মোল্লা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ