18 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের সঙ্গে ফ্লাইট শুরু শুক্রবার

ভারতের সঙ্গে ফ্লাইট শুরু শুক্রবার

ভারতের সঙ্গে ফ্লাইট শুরু শুক্রবার

বিএনএ, ঢাকা : আগামী শুক্রবার থেকে ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে । মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২০ আগস্ট, শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় বা এয়ারবাবলের মাধ্যমে বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে দুই দেশ।’

এর আগে, সোমবার (১৬ আগস্ট) এক সার্কুলারে বেবিচক জানায়, ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া, সার্কুলারে বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি।

দেশে করোনার দ্বিতীয় ডেউ শুরুর পর গত ১৪ এপ্রিল বন্ধ করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়। তখন থেকেই বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ