19 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সন্ত্রাসীদের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

সন্ত্রাসীদের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের।

নিহত নাছির উদ্দিন নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রামের ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নাছির উদ্দিন নোবেল নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

বিএনএনিউজ/ মনির

Loading


শিরোনাম বিএনএ