বিএনএ, ঢাকা: রাজধানীর পৃথক স্থানে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন দুই ব্যবসায়ী। তারা হলেন মো. রওশন ব্যাপারী (৫০) ও মো. শাহাবুদ্দিন (৫৫)। সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুজনকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাদের পাকস্থলী ওয়াশের পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
রওশন ব্যাপারীকে হাসপাতালে নিয়ে আসা তার মেয়ে জামাই রানা জানান, আমার শ্বশুর প্লাস্টিকের ব্যবসা করেন। ঢাকার ইসলামপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আজ বাকি টাকা আদায়ের জন্য বের হন। টাকা আদায় করে প্রতিষ্ঠানে ফেরার পথে যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
অন্যদিকে শাহাবুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসাপথচারী সাফায়েত হোসেন বলেন, মধ্যবাড্ডা এলাকায় অচেতন অবস্থা পড়ে থাকতে দেখে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমি জানতে পেরেছি তার গ্রামের বাড়ি হবিগঞ্জ। তার কাছে কিছুই পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী ও মধ্যবাড্ডায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়া দুই ব্যবসায়ী এসেছেন। এদের মধ্যে একজনের ৫০ হাজার টাকা খোয়া গেছে। অন্যজনের কত টাকা নিয়েছে তা জানা যায়নি। তারা ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম