বিএনএ ডেস্ক: নির্বাচনকালীন সরকার হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো ইসির পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৭ জুন) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের প্রধান সংকট গণতন্ত্রহীনতা। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংস্কৃতির কারণেই দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব।
বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিশ্বাস করে ২০১৮ সালের নির্বাচন গিয়েছিলো বিএনপি। এবার নিরপেক্ষ সরকার ছাড়া নতুন নির্বাচন হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চিরকাল ক্ষমতায় থাকতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় আওয়ামী লীগ।
নড়াইলের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন যে কোনো কাজ করা থেকে সকলকে বিরত থাকতে হবে। বলেন, এ ধরণের ঘটনা বার বার ঘটা সরকারের ব্যর্থতার প্রমাণ।
বিএনএ/ এ আর