21 C
আবহাওয়া
১০:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » উপজেলা চেয়ারম্যানকে মেরে হাসপাতালে পাঠালেন এমপি

উপজেলা চেয়ারম্যানকে মেরে হাসপাতালে পাঠালেন এমপি


বিএনএ, ঢাকা : কুমিল্লা-৪ আসনের সরকার দলীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল কিল ও ঘুষি মেরে রক্তাক্ত করলেন দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ ঘটনা ঘটে।

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার জানান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে এলডি হলে অনুষ্ঠিত সভায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সিরাজ ও সম্পাদক স্বপন এর নাম ঘোষণা করেন জেলা সেক্রেটারী। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে এমপি রাজী ফখরুল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কিল ঘুষি মারতে থাকেন। বর্তমানে আবুল কালাম হাসপাতালে ভর্তি। তার সাথে থাকা দলের অন্য নেতারা আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য  শেখ সেলিম এর বাসায় অবস্থান করছে ।

আবুল কালাম আজাদের রাজনৈতিক সহকর্মী শাহাদাত হোসেন শিমুল বলেন, হাসপাতালে ভর্তির পর আবুল কালাম আজাদের সিটি স্ক্যান করা হয়েছে।

তবে ফোন বন্ধ পাওয়া গেছে এমপি রাজী ফখরুলের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ