31 C
আবহাওয়া
৫:২৩ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

বিষপানে আত্মহত্যা

lবিএনএ, লোহাগাড়া : পারিবারিক কহলের জেরে লোহাগাড়ার চুনতিতে বিষপানে মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহবধূ ফারিন চুনতির মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে বিষপানে নিহত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পৃথ্বিরাজ কর জানান, বিষপান করা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনেন তার স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ