বিএনএ, বিশ্বডেস্ক : উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় ২৫ জন নিহত হয়েছেন। শনিবার(১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গুরুতর আহত হয়েছে আরও ৮ জন।
পুলিশ বলছে, শুক্রবারের এ হামলাটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা পরিচালিত।
এখন পর্যন্ত ২৫টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার করে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও উদ্ধার হওয়া আটজন বেভেরা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয় ।
গত এপ্রিলে এডিএফ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনকে হত্যা করা হয়। উগান্ডা এডিএফ-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য কঙ্গোতে সৈন্য পাঠিয়েছে।
বিএনএ/ ওজি