বিএনএ, চট্টগ্রাম : হালদায় বৃহস্পতিবার(১৬ জুন) দিবাগত গভীর রাতে মা মাছ তৃতীয় দফায় ডিম ছেড়েছে। ডিম সংগ্রহকারীরা জানান, মা মাছ ডিম ছাড়ায় তিম আহরণের জন্য গভীর রাতে মিহি সুতার জাল ও নৌকা নিয়ে হালদায় নেমে পড়েছে আহরণকারীরা।
ইতিমধ্যে, মা মাছ দ্বিতীয় দফায় ডিম ছেড়েছিল।গত রাতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলেই মা মাছ ডিম ছাড়ে । ডিম ছাড়ার মৌসুম ঘনিয়ে আসায় হালদার ৪৫ কি.মি. এলাকায় মা মাছের আনাগোনা বেড়ে গেছে। এ সময়ে মা মাছ দূর্বল হয়ে পড়ে।
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে বলেন, হালদা নদীতে তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। দুই শতাধিক নৌকা নিয়ে জেলেরা বৃহস্পতিবার রাত থেকে ডিম সংগ্রহ করছেন। এখনও ডিম সংগ্রহের কাজ চলছে।রাতে নৌকার সংখ্যা কম থাকলেও শুক্রবার (১৭ জুন) সকাল থেকে ৩ শতাধিক নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করতে নেমেছেন।
বিএনএ/ ওজি