বিএনএ, ঢাকা : বরিশাল ৫ আসনের সাবেক এমপি জেবুননেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ মে) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
১০তম জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ছিলেন জেবুন্নেসা আফরোজ। এই আসনে তার আগে সংসদ সদস্য ছিলেন তার স্বামী শওকত হোসেন হিরন। বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং শহরের প্রাক্তন মেয়রও ছিলেন তিনি।
পরে ২০১৪ সালে ৯ এপ্রিল হিরন মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে। তখন সেই আসনে উপনির্বাচন আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন জেবুন্নেসা।
বিএনএনিউজ/এইচ.এম।