23 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রিকশা চালককে কুকুরের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় ব্যবসায়ী গ্রেপ্তার

রিকশা চালককে কুকুরের সঙ্গে বেঁধে রাখার ঘটনায় ব্যবসায়ী গ্রেপ্তার


বিএনএ, সাভার : সাভারে পাওনা টাকার জন্য মারধরের পর এক রিকশাচালককে কুকুরের সঙ্গে একই শেকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন ওরফে সুকান্ত দাশের (৩৪) গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কালিয়াইশ এলাকায়। তিনি বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরাড়ী এলাকায় স্থানীয় হাফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ভাঙারীর ব্যবসা করেন।

সাভার মডেল থানার পুলিশ জানায়, গত ৭ মে মামুন পাওনা ৮০০ টাকার জন্য রিকশাচালক রবিউল ইসলামকে মারধর করে। পরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরাড়ী এলাকায় মামুনের ভাঙারির দোকানের খুঁটির সঙ্গে লোহার শেকল পেঁচিয়ে এক প্রান্তে কুকুর ও অপর প্রান্তে রবিউলকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবিউলকে উদ্ধার করে। এর আগেই পালিয়ে যান মামুন। এ ঘটনায় রবিউল বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে মামুন মুঠোফোনের সিম পরিবর্তন করে রাজধানীর বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা বলেন, রিকশাচালককে মারধর ও কুকুরের সাথে শেকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় দায়ের করা মামলার আসামী মামুন ওরফে সুকান্ত দাশকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।

বিএনএ/ ইমরান খান, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ