22 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ২জনের যাবজ্জীবন

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গাসহ ২জনের যাবজ্জীবন


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে তিন লাখ ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গাসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ মে) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এডভোকেট ফরিদুল আলম।

দণ্ডিত আসামিরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শরনার্থী মো. ইলিয়াছ ও নুর বাহারের ছেলে মো. শফিক। তাকে যাবজ্জীবনের পাশাপাশি ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং অপর দণ্ডিত আসামি টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকার বাসিন্দা আবুল কাশেম ও নুর জাহানের ছেলে আবদুল করিম প্রকাশ করিম উল্লাহকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে দু’জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ