29 C
আবহাওয়া
৫:৪৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে থামছেনা গরু চুরি: জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

রাউজানে থামছেনা গরু চুরি: জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

রাউজানে থামছেনা গরু চুরি জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে গরু চুরি থামছেনা। এখনও উদ্ধার হয়নি চোরাই গরুগুলো। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক গরু চুরির ঘটনা সংগঠিত হলেও গরু চোর ধরা পড়েনি। চোরাই গরুও উদ্ধার হয়নি। চুরির ঘটনার সাথে জড়িতরা ধরাছোঁয়ার বাইরে।

জানা যায়, গত কয়েকমাসে রাউজানের উরকিরচর মিরা পাড়া, পশ্চিম গুজরা মগদাই, কদলপুর মিরা পাড়া, ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা, কলমপতি, পশ্চিম ডাবুয়া, কাগতিয়া, লেলাঙ্গারা, পশ্চিম রাউজান জারুল তলা, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, চিকদাইর ইউনিয়নের চিকদাইর এলাকা থেকে শতাধিক গরু চুরির ঘটনা সংগঠিত হয়।

বুধবার (১৭ মে) ভোররাতে উপজেলার গহিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দলই নগর এলাকার প্রাণকৃষ্ণ মহাজনের বাড়িতে গরু চুরির ঘটনা সংগঠিত হয়। প্রাণকৃষ্ণ মহাজনের বাড়ির উত্তম কুমার মহাজন, অনুপ কুমার চৌধুরীর গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

গরু চুরির ঘটনার ব্যাপারে উত্তম কুমার মহাজন থানায় অভিযোগ করেন বলে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন জানান।

রাউজানে গরু চুরির ঘটনার পর দক্ষিণ হিংগলা এলাকার বাসিন্দা আবু তাহের ও কলমপতি এলাকার আবদুল কাদের মুন্সি রাউজান থানায় অভিযোগ করলেও চোরাই গরু উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ