বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ইসরায়লের আশকেলন শহরে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ কিলোগ্রাম বোমা বহন করতে পারে।
আল-কুদস ব্রিগেড রোববাে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে বদর-৩ ক্ষেপণাস্ত্র ইসরায়ল অধিকৃত আশকেলন নগরীর বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়।
বদর-৩ ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয় ২০১৯ সালেল ৪ ও ৫ মে। সেসময় আশকেলন নগরীর আকাশে অন্তত চারটি বদর-৩ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ‘কাসেম’। (পার্সটুডে)
বিএনএনিউজ/ এইচ.এম।