29 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » উম্মাহ আমাদের নেতৃত্বের অপেক্ষা করছে-তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

উম্মাহ আমাদের নেতৃত্বের অপেক্ষা করছে-তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

উম্মাহ আমাদের নেতৃত্বের অপেক্ষা করছে-তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক : ওআইুসি বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক টুইট বার্তায় বলেছেন , ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মাহ আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে।
এর আগে রোববার ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ।এ সময় তিনি বলেন, জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরাইলি আচরণের কারণে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অসম্ভব হয়ে পড়েছে। বর্ণবাদী নীতি অনুসরণ করার কারণে ইসরাইলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন হ্রাস পাচ্ছে বলে আমরা দেখছি, তবে এ সময়ে ইসরাইলের সঙ্গে কয়েকটি মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করার কারণে আমরা প্রতিবাদ কতটুকু গুরুত্ব পাবে?
এসময় কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় বিষয়টির সমালোচনা করেন তিনি। ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার বিষয়ে বিবৃতি দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদেরও তিনি সমালোচনা করেছেন ।

ওআইসির নির্বাহী কমিটির জরুরি বৈঠকে ফিলিস্তিনে চলমান নৃশংসতার জন্য এককভাবে ইসরাইলকে দায়ী করা হয়েছে বলেও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ