14 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৮


বিএনএ,ডেস্ক: গাজার মাগাজি এবং ইয়াবনা শরণার্থী শিবিরে খেলার মাঠে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে ।এছাড়া আরও অনেকে আহত হয়েছে।

মঙ্গলবার(১৬ এপ্রিল) বিকেলে মধ্য গাজায় মাগাজি শরণার্থী শিবিরে হামলায় এগারো জন নিহত হয়।

অন্যদিকে বুধবার(১৭ এপ্রিল) সকালে গাজার দক্ষিণে রাফাহ এলাকায় ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরো সাতজন, এর মাঝে চারজনই শিশু।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছিলেন।

এসব হামলায় আহত ও নিহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত ৩৩,৮৪৩ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৭৬,৫৭৫ জন।

বিএনএনিউজ/ রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ