14 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৪ জন সাময়িক বরখাস্ত

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৪ জন সাময়িক বরখাস্ত

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ৪ জন সাময়িক বরখাস্ত

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার ঘটনায় লোকো মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

সাময়িক বরখাস্তরা হলেন সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার) এবং সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ।

শরিফুল আলম জানান, তদন্ত কমিটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা করেছে। একই সঙ্গে তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে।

গত রোববার রাতে কুমিল্লায় সংকেত বিভ্রাটে যাত্রী ও মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ