বিএনএ, চট্টগ্রাম : বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও ঔষধসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব ৭। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে মোঃ মামুন (২৯), পিতা- মৃত সিরাজ মিয়া, সাং- দক্ষিণ মটুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী এবং মোঃ আনোয়ার হোসেন (৩০) পিতা- মৃত আবুল বশর, সাং- দক্ষিণ মটুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী।
র্যাব-৭ জানায়, কতিপয় চোরাকারবারী কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় এবং ঔষধ নিয়ে একটি ক্যার্ভাডভ্যানযোগে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র্যাব।এ সময় মামুন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি কাপড় এবং বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত হতে অবৈধ উপায়ে বিভিন্ন কাপড় ও ঔষধ সংগ্রহপূর্বক বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
বিএনএ/ ওজি