14 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রামে কোটি টাকার ইয়াবাসহ আটক ২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় কোটি টাকার মূল্যে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার (১৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আনোয়ার হোসেন ভূঞা।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার মনিপুর গ্রামের কাজী আবদুর রহিমের ছেলে আবুল হোসেন (৩২) ও নারায়ণগঞ্জের সিদ্দীরগঞ্জ থানার কদমতলীর শহীদুল ইসলামের ছেলে মানিক মিয়া (২৯)। তাদের মধ্যে আবুল হোসেন ট্রাকের চালক ও মানিক হেল্পার।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন ভূঞা বলেন, গতকাল শুক্রবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া থানাধীন আফজালনগর এলাকায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় র্যা ব সদস্যরা। এ সময় ট্রাকের কেবিনের ভেতর থেকে আনুমানিক ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার মূল্যের ৩৮ হাজার ৬৫০টি ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ