Bnanews24.com
কভার করোনাভাইরাস সব খবর

করোনায় আরও ১০১ জনের মৃত্যু

করোনায় আরও ১০১ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৩৪৭৩ জনের।

শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৩২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, আট জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৮২৩। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৫৭টি। গতকাল পর্যন্ত সারাদেশে ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর নয় লাখ ৩০ হাজার ১৫১ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।