29 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না : রেলমন্ত্রী

কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না : রেলমন্ত্রী


বিএনএ, ঢাকা: আসন্ন ঈদের আগে কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না বলে জানিয়েছন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ‘পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে’ বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর রোববার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করেন রেলমন্ত্রী।

জিল্লুল হাকিম আরও বলেন, রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ঈদ কেনো, নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।

এর আগে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলীকে উদ্ধৃত করে রেলের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

এদিকে, রোববার রাজবাড়ীতে এক অনু্ষ্ঠানে রেলমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশে ৮০০ বগি আমদানি করা হবে। নতুন ইঞ্জিনও আনা হবে। রেলের আধুনিকায়নে নতুন প্রকল্প নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে।

জিল্লুল হাকিম বলেন, রেলের বগির সংকট রয়েছে। পুরনো বগি মেরামত করে আসন্ন ঈদ পার করা হবে। তবে স্বল্প সময়ের মধ্যেই নতুন বগি এবং কিছু ইঞ্জিন কেনা হবে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ