16 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » পরীমণির সঙ্গে সিনেমা নিয়ে মুখ খুললেন সোহম

পরীমণির সঙ্গে সিনেমা নিয়ে মুখ খুললেন সোহম

সোহম

বিনোদন ডেস্ক: কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। সঙ্গে আছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে দেখা যাবে তাদের দুজনকে। এবার পরীমণির সঙ্গে নাম লেখানো এই ছবিটি নিয়ে কথা বললেন সোহম।

ছবিটিতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে সোহমকে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই ছবিতে আসলে অনেক কিছুই প্রথম। প্রথমবার এই প্রোডাকশনের সঙ্গে কাজ। প্রথমবার ডিটেকটিভ হয়ে ওঠা।

ছবিটিতে নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলেন, প্রথমেই বলেছি, এই ছবিতে অনেক কিছুই প্রথম আমার। আগে কখনও ডিটেক্টিভের চরিত্রে অভিনয় করিনি। একবার নয়, একাধিকবার গল্পটা শুনেছি। লেখক অনেক নতুনত্ব যোগ করেছে প্রতিবার। শেষে গল্পের বুনোটটা আমার পছন্দ হয়েছে। তখন মনে হলো ছবিটা নিয়ে এগোনো যায়। এমনকি পরিচালক দেবরাজের সঙ্গেও এটা আমার প্রথম কাজ।

সোহম অভিনীত সবশেষ ছবির ‘প্রধান’। এতে দেবের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। এবার ঢালিউডের অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি। মার্চের শেষে জ্বলে উঠবে ‘ফেলুবকশি’র ক্যামেরা ও লাইট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ