বিএনএ, বিশ্বডেস্কে : করোনার প্রকোপ অনেক বেশি বেড়েছে ব্রাজিলে। করোনায় একদিনেই দেশটিতে মারা গেছে ২ হাজার ৭৯৮ জন। বুধবার সকালে দেওয়া পরিসংখ্যানে এ তথ্য জানা যাচ্ছে। বিশেষ করে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে আরও নাকাল হয়ে পড়েছে দেশটি।
ওয়ার্ল্ডওমিটারের বাংলাদেশ সময় বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ২ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজারের বেশি। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজারের বেশি।
দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।
বিএনএনিউজ/এইচ.এম।