18 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাবাডিতে যোগ দিলেন অপু বিশ্বাস

কাবাডিতে যোগ দিলেন অপু বিশ্বাস

অপু

বিনোদন ডেস্ক: এবার নায়িকা অপু বিশ্বাসকে দেখা যাবে ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি। মূলত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই ফেডারেশনটির সদস্য হয়েছেন আপু।

কাবাডির ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন তিনি। এ কমিটির সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান। দীর্ঘদিন ধরে অনির্বাচিত কমিটি দিয়ে কাবাডি পরিচালনা হচ্ছিল। ৯ বছর পর আবারো ফেডারেশনের নির্বাচনের ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।

অপু বিশ্বাস কমিটিতে নির্বাচিত হওয়া প্রসঙ্গে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, খেলা উদ্বোধনের জন্য বিভিন্ন সময় আমরা তারকাদের আমন্ত্রণ জানিয়েছি। অপু বিশ্বাস কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারাদেশে কাজ করবেন। তারকা খ্যাতিকে আমরা কাজে লাগিয়ে আমরা কাবাডিকে আরো জনপ্রিয় করতে চাই।

উল্লেখ্য, দীর্ঘদিন পর্দায় উপস্থিত নেই অপু বিশ্বাস। তবে এ বছর একাধিক সিনেমায় তাকে দেখা যেতে পারে। এরমধ্যে ১৯ মার্চ মুক্তি পাবে ‘প্রিয় কমলা’। যেখানে বাপ্পী চৌধুরী বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া কলকাতায় অভিনীত তার প্রথম সিনেমা ‘শর্টকাট’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ