বিএনএ, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশে আনা হবে। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিক।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস, বুকে ব্যথা অনুভব করলে ২৯ ডিসেম্বর তাকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে এলিজাবেথে চিকিৎসা নেন। এ সময় তার সঙ্গে স্ত্রী হাসনা জসিমউদদীন ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।