14 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ৩৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ হাসান জানান, সকালের দিকে অজ্ঞাতপরিচয় ওই নারী মগবাজার রেলগেটের সামনে দিয়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইপচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ