21 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি, আটক ৩

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি, আটক ৩


বিএনএ, যশোর : যশোরের মনিরামপুরে সন্ত্রাসীদের গুলিতে মানব মণ্ডল (৩৬) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কুলটিয়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

তিন হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

গুলিবিদ্ধ মানব মণ্ডল মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মণ্ডলের ছেলে।

আটককৃত ৩ জন হলো অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মণ্ডলের ছেলে শিশির মণ্ডল (৩০), মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮) ও অভয়নগর উপজেলার সোহরাবের ছেলে হান্নান (৩২)।

জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া মোড়ে নিপুণ মন্ডলের দোকানে যান মানব মন্ডল। দোকানে তারা গল্প করছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই দুই মোটরসাইকেলে আসা তিন যুবক মানব মন্ডলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মানবের উরুতে লাগে। সাথে সাথে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিপুণ মন্ডল জানান, মানব তার দোকানে পৌঁছানোর ৫ মিনিট পরেই এ ঘটনা ঘটে।

এদিকে, গুলিবর্ষণের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মাগুরায় জনতা তাদের আটকে করে। পরে পুলিশের হাতে ওই ৩ জন সন্ত্রাসীকে তুলে দেয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ