বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত একজন পুলিশসহ দু’ব্যক্তি মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও চার জন।
সংবাদদাতারা বলছেন, সেখানে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে এবং সম্ভবত গ্রেনেডের একাধিক বিস্ফোরণ হয়েছে।
পুলিশ সদর দফতরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছেন এবং ঢোকার দরোজা অবরুদ্ধ করে রেখেছেন বলে জানা গেছে।
সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, সন্ত্রাসীরা গোপনে হামলা করেছে এবং তা ঠেকাতে পুলিশের অভিযান চলছে।
নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।