22 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বার্সেলোনায় ফেরার কোনো সম্ভাবনা নেই মেসির

বার্সেলোনায় ফেরার কোনো সম্ভাবনা নেই মেসির

মেসি

বিএনএ,স্পোর্টস : আশায় আছেন বার্সা আর মেসি ভক্তরা , হয়তো আবার ফিরে আসবেন বার্সেলোনায়। কিন্তু সেই আশা যে সহসাই পূরণ হচ্ছে না তা জানিয়েছেন মেসির বাবা হোর্হে। সম্প্রতি কাতালুনিয়া সফরে এসেছিলেন মেসির বাবা। অন্য কাজে আসলেও এসময় মেসিকে নিয়েও কথা বলেন তিনি।

মেসির বাবা হোর্হে একসাথে আর্জেন্টাইন অধিনায়কের এজেন্টও। তাই তিনি যখন কিছু বলেন, সেটিকে ধ্রুব সত্য ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বার্সেলোনার হয়ে মেসির আর কখনো খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হোর্হে, ‘মেসি বার্সায় ফিরবে না, আমি এর কোনো সম্ভাবনা দেখি না।’

এই বছরের জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। এখন পর্যন্ত নতুন কোনো চুক্তির আভাস পাওয়া যায়নি।

তবে মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে এখনই হাল ছেড়ে দিচ্ছে না পিএসজি। নতুন করে তারা আবারও বসবে বলে জানা গেছে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ