14 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১১৯

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১১৯


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক কোভিড প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১৩ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে এ ১৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্ত ৮৫ জন নগরের ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, বাঁশখালীর ১, আনোয়ারার ১, পটিয়ার ৩, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ১, হাটহাজারীর ২, ফটিকছড়ির ৫, সীতাকুণ্ডের ৫ ও মীরসরাইয়ের ৭ জন রয়েছেন। এদিন কর্ণফুলী ও সন্দীপ উপজেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৮৬ জন। এর মধ্যে নগর এলাকায় ৯১ হাজার ৪৬৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৩২১ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ