20 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মোদি বিরোধী টুইট করে ফেঁসে গেলেন নায়িকা

মোদি বিরোধী টুইট করে ফেঁসে গেলেন নায়িকা

ওভিয়া

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী ছবির অভিনেত্রী ওভিয়া ‘গো ব্যাক মোদি’ স্লোগান দিয়ে বিতর্কে জড়ালেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তামিলনাড়ু সফরের আগে এ স্লোগান কেন দিলেন ওভিয়া হেলেন, তা নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন।

এরপরই ওভিয়ার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। প্রধানমন্ত্রীর সফরের আগে ‘গো ব্যাক মোদি’ স্লোগান দিয়ে মানুষকে কেন উসকে দেওয়ার চেষ্টা করলেন অভিনেত্রী, তা নিয়ে অভিযোগ তামিলনাড়ুর স্থানীয় বিজেপি নেতৃত্বের।

এরপর স্থানীয় বিজেপি সভাপতি ডি অ্যালেক্সিস সুধাকর ওভিয়ার বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। দক্ষিণী অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৯-এর এ, ১২৪-এর এ, ১৫৩-র এ এবং ২৯৪ ধারায় দায়ের করা হয় অভিযোগ। এর পক্ষ-বিপক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

তামিল, মালায়ালাম, কন্নড়-সহ দক্ষিণের বেশ কয়েকটি ভাষার ছবিতে অভিনয় করতে দেখা যায় ওভিয়াকে। বিগ বস তামিলেও অংশ নেন তিনি। এ রিয়্যালিটি শোতে হাজির হয়ে ২০১৭ সালে সবচেয়ে চর্চিত প্রতিযোগী হিসেবে নাম উঠে আসে ওভিয়ার।

বিএনএনিউজ ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ