20 C
আবহাওয়া
১:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী মোহাম্মদ সিয়াম (১৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই রিয়াজ উদ্দিন জানান, আমার শ্যালক পোশাক শ্রমিক ছিল । গতরাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে কালশি ফ্লাইওভারের নিচে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল কে ধাক্কা দিলে আমার শ্যালক  আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়।  এতে সে গুরুতর আহত হয়।   তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ