22 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক


বিএনএ, সুনামগঞ্জ : অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার মৌলারপাড় এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো। সম্পর্কে তারা আপন দুই ভাই।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ