21 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে মাদকসহ আটক ১

কক্সবাজারে মাদকসহ আটক ১


বিএনএ, কক্সবাজার(চট্টগ্রাম):কক্সবাজারের উখিয়ায় অর্ধ লক্ষাধিক পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৮/ই-এ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী আবদুল আমিন (৩০) ওই ব্লকের মৃত লালুর ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং-৮/ই-এ, তে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে এক মাদক ব্যাবসায়ী ধরা পড়ে।  এ সময় অপর মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। আটক  মাদক ব্যবসায়ীর বসতঘর তল্লাশি করে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার এবং পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

বিএনএনিউজ/রেহানা/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ