বিএনএ ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ট্রেনটি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ট্রেনের গতি খুবই কম ছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি আরও জানান, লাইনম্যান সিগন্যাল দেওয়ার আগেই চালক ট্রেন চালাতে শুরু করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা