27 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বিপিএলে ঢাকার নেতৃত্বে মাহমুদউল্লাহ

বিপিএলে ঢাকার নেতৃত্বে মাহমুদউল্লাহ

বিপিএলে ঢাকার ঢাকার নেতৃত্বে মাহমুদউল্লাহ

বিএনএ ক্রীড়াডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দল মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।  সোমবার (১৭ই জানুয়ারি) ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে রিয়াদকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে মিনিস্টার গ্রুপ। যদিও ড্রাফট থেকে দল গোছানোর কাজ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহমুদউল্লাহ রিয়াদকে সরাসরি সাইনিংয়ে দলে টানার পর ড্রাফট থেকে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে দলে নেয় তারা। তবে মাশরাফি-তামিমকে ছাপিয়ে অধিনায়কের আর্মব্যান্ড রিয়াদে হাতে দিয়েছে দলটি।

এছাড়া,  রুবেল হোসেন, নাইম শেখ, শফিউল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেনদের দলে ভিড়িয়েছে ঢাকা। দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান ও ইসুরু উদানার মতো আন্তর্জাতিক ক্রিকেট মাতানো তারকারা।

ঢাকা স্কোয়াড:- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইসুরু উদানা, কায়েস আহমেদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মোর্ত্তজা, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, শামসুর রহমান শুভ, জহুরুল ইসলাম অমি, এবাদত হোসেন ও রিশাদ হোসেন।

২১শে জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ(বিপিএল)’র অষ্টম আসরের পর্দা উঠবে। এবারের আসরের ফাইনাল হবে ১৮ই  ফেব্রুয়ারি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বিপিএলের ম্যাচগুলো হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ