24 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬৫ রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৬৫ রোগী শনাক্ত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৫৭ জন ও ৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩২ হাজার ৭৭ জন।

রেববার (১৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময়ে চট্টগ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি। শেভরণে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের ও আরটিআরএলে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৬৬ জন। এর মধ্যে নগরীতে ২৬২ জন ও ১০৪ জন উপজেলার বাসিন্দা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ