25 C
আবহাওয়া
৪:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী মেনন

বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী মেনন

বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী মেনন

বিএনএ, বরিশাল: বরিশাল- ২ ও ৩ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগ থেকে বরিশাল- ৩ আসনে ছাড়ের কথা বলা হয়েছিল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করে বরিশাল- ২ আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে বলে সূত্রে জানা গেছে।

এক্ষেত্রে বরিশাল- ৩ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে ছাড় দেবে আওয়ামী লীগ। বরিশাল- ৬ আসনেও জাপাকে ছাড়বে দলটি এমনটাই জানা গেছে।

উজিরপুর ও বানারীপাড়া নিয়ে গঠিত বরিশাল- ২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন রাশেদ খান মেনন ওই আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

বরিশাল- ৩ আসনে জাতীয় পার্টির শক্ত প্রার্থী থাকায় এই আসনে ভোট করার ক্ষেত্রে রাশেদ খান মেনন নিজেও সন্তুষ্ট ছিলেন না। নিজের পছন্দের বরিশাল- ২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন রাশেদ খান মেনন। তিনি ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল- ২ আসন থেকে নির্বাচন করেছিলেন।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ