25 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত জাতীয় স্মৃতিসৌধ

সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত জাতীয় স্মৃতিসৌধ


বিএনএ, সাভার: মহান বিজয় দিবসে বীর শহীদ মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণরা। তাদের শ্রদ্ধা নিবেদন শেষেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সৌধ এলাকা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরআগে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।

সৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ি বহর বের হয়ে যাওয়ার পরপরই সৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সৌধ প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করতে থাকে।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ বিজয় দিবসে দেশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করবেন তাই। সৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ